তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধের জেরে ৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২শে জানুয়ারি) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার জয়চণ্ডীর বিভিন্ন জায়গা থেকে প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটিভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ঘটনাস্থলে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের দ্বারা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। জব্দকৃত ট্রাকগুলো এসিল্যান্ড অফিসের সামনে রাখা হয়েছে বলেও জানান তিনি। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news