নলছিটি প্রতিনিধি অরবিন্দ পোদ্দার
ঝালকাঠির নলছিটিতে শীতার্ত অসহায় মানুষের মাঝে অর্ধ লক্ষ টাকার কম্বল বিতরণ করা হয়েছে।
গত ২০ জানুয়ারি সোমবার রাতে নলছিটি প্রেসক্লাব ও নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে এবং মানবিক মানুষদের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি পাবলিক লাইব্রেরির সভাপতি সামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত করিম,সহ সভাপতি মিলন কান্তি দাস, নির্বার্হী সদস্য শাহাদাত হোসেন মনু,খলিলুর রহমান মৃধা, মোস্তাফিজুর রহমান রিপন,পাবলিক লাইব্রেরির অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা,হারুন অর রশিদ, রেজাউল করিম,ভোলানাথ দাস,রেজাউল ইসলাম লেলিন,শুভাশিস দত্ত প্রদ্যুত, লিটন হাওলাদার,ব্যবসায়ী কাজী রেজাউল, আমিন খান,শিক্ষক বিন ই আমিন, নাজমুল হায়দার খান বাদল, সনাতন চক্রবর্তী,
রিয়াজ হোসেন তালুকদার, হুমায়ুন কবির, এমদাদ হোসেন, প্রেসক্লাবের সদস্য তপন কুমার দাস, আক্তারুজ্জামান, অরবিন্দ পোদ্দার প্রমুখ।
নলছিটি প্রেসক্লাব ও পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বশীলরা জানিয়েছেন সংগঠন দুটি প্রতি বছর এই মানবিক কার্যক্রম চলমান রাখবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news