মোঃ জসিনুর রহমান জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর জলঢাকায়
মিথ্যা খবর প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্র। শনিবার জলঢাকা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে।উক্ত অনুষ্ঠানে মানবাধিকার সভাপতি এবং সকল গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। এ সম্মেলন করেন মোস্তাক শাহরিয়ার মিথুন। এর আগে কয়েকটি জাতীয় পত্রিকায় মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মাধ্যমে জানাগেছে,গত ১৫ জানুয়ারি এবং ১৬ জানুয়ারী ২০২৫ ইং দেশের অন্যতম বহুল আলোচিত পত্রিকা দৈনিক যুগান্তরে।
কম্বল বিতরণ করতে গিয়ে নারীর সম্ভ্রমহানীর অভিযোগ, ভুক্তভোগী পরিবার বাড়ি ছাড়া শীর্ষক শিরোনামে একটি খবর প্রকাশিত হয় যা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট এবং ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত মিথুন বলেছেন,নেকবক্ত কুঠিডাড়ায় রাহিমা ৪৪ নামক এক গৃহবধূর বাসায় সন্ধ্যাবেলায় কম্বল বিতরণ করতে গিয়ে বাড়ি ফাকা পেয়ে গৃহবধূর সম্ভ্রমহানির যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা সম্পুর্ন মিথ্যা। মুলত পূর্ব শত্রুতার জেরে আমার চারিত্রিক মর্যাদা ক্ষুন্ন করার জন্যই এমন নেক্কারজনক কাজ করা হয়েছে।
রাহিমা ৪৪ বলেছে আমি এবং আমার পরিবারের লোকজন তার বাড়ি ভাংচুর করেছে এখন তিনি বাড়িছাড়া এটাও সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট। তিনি বাড়িতেই আছেন এবং আমার পরিবার তার বাড়িঘর ভাংচুর করেনি।তিনি প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতির যে তথ্য দিয়েচে তা কোনভাবেই সথ্যি নয়।
মুলত ওই নারীর পরিবারের সাথে আমাদের পরিবারের জমিজামা নিয়ে পুর্ব শত্রুতা বিরাজমান। তাই আমার পরিবারের সাথে মামলায় না পেরে আমার মতো ভালো,ভদ্র ও নম্র চেরের সাথে এরকম নেক্কারজনক এবং জখন্য কাজ করেছে। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটার সুস্ঠু তদন্ত করে আসল রহস্য উদঘাটন করেন। সেইসাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাও বিষয়টি আমলে নিয়ে রহস্য উদঘাটন করুন এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করুন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news