জসিনুর রহমান জলঢাকা (নীলফামারীর) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ১৪ জুয়াড়ুকে আটক করে পুলিশ। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । জলঢাকা মাছ বাজার সংলগ্ন অন্বেষা নামক পরিত্যক্ত ক্লাব ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় তাদের কে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ টাকা, জুয়ার সরঞ্জামসহ কয়েকটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন- জলঢাকা পৌরসভা ২নং ওয়ার্ড মাথাভাঙ্গা এলাকার মৃত ফরিদুল ইসলামের ছেলে হাসানুর রহমান (৫৩),একই এলাকার শ্রীবাসের ছেলে বাবু চন্দ্র রায় (৪২), মৃত মাহিন্দ্র দাসের ছেলে বিনয় দাস(৪২), মৃত মতিয়ার রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৩), মৃত আলী হোসেনের ছেলে আঃ মজিদ (৫৪), মৃত শাহে ইমরানের ছেলে আমিনুল্লাহ (৫৯), মৃত হরলাল চন্দ্রের ছেলে শৈলান চন্দ্র (৩৪), মৃত জয়নদ্দিনের ছেলে ইসমিইল হোসেন (৬৫),
বগুলাগাড়ি গ্ৰামের জলেঙ্গা চন্দ্রের ছেলে জিয়া চন্দ্র রায় (৪৭), একই গ্ৰামের মৃত রাম বসাদ চন্দ্রের ছেলে পরিমল চন্দ্র (৪২), রমিত চন্দ্রের ছেলে সহদেব চন্দ্র (৩৪), দুন্দিবাড়ি গ্ৰামের রশিদুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৫২), মুদিপাড়া গ্ৰামের তফেল উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৫৩) ও বালাগ্ৰাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া গ্ৰামের মৃত মহেশ চন্দ্রের ছেলে তাপস চন্দ্র রায় (২৯)। আটককৃত সকলের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধায়ায় মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং ৯, তারিখ -১৮-০১-২৫ যা শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ জানান, জুয়া খেলা সম্পুর্ন নির্মূল করা সম্ভব না হলেও, নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news