তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
“যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৭ জানুয়ারি) শুক্রবার মৌলভীবাজার জেলার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে উঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। সোনালী শৈশবের স্মৃতিতে ফিরে যান তারা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই।
সকালে পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা: দিলশাদ পারভীন চৌধুরী। পরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় সঙ্গীতের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিকতা শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা: দিলশাদ পারভীন চৌধুরী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, মৌলভীবাজার গার্ল গাইড এসোসিয়েশন'র জেলা কমিশনার নূরজাহান সোয়ারা, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সবিতা সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আজহার আলী দেওয়ান, পুনর্মিলনী কমিটির আহ্বায়ক নাজমা বেগম প্রমুখ।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news