তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তিতে দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে।শুক্রবার (১৭ই জানুয়ারি) বিকেলে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নানা রঙের ব্যানার, ফ্যাস্টুন, বিভিন্ন ব্যাচের পোস্টার, লাঠি খেলা, ব্যান্ডপার্টির সমন্বয়ে বিশাল র্যালীটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার রবিরবাজার প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনারে এসে শেষ হয়। উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন, কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, কুলাউড়া থানার ওসি মো.গোলাম আপছার, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী, গভর্নিং বডির সদস্য মোঃ আব্দুল আজিজ, উস্তার মিয়া, কলেজের সহকারি অধ্যাপক মো. নজমুল হোসেন, উদযাপন পরিষদের সম্পাদক প্রভাষক গোলাপ মিয়া প্রমূখ।
এ সময় র্যালীতে কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। উদযাপন পরিষদের সম্পাদক মো. গোলাপ মিয়া জানান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ঐতিহাসিক রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান স্মরণ করে রাখতে নানা কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার অনুষ্ঠানসমূহে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমনুল্লাহ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খন্দকার মোঃ আশরাফুল মুনিম, জীন বিজ্ঞানী ও ধান গবেষক ড.আবেদ চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, কুলাউড়ার ইউএনও মো. মহিউদ্দিন, শাবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী প্রমুখ।
প্রথম দিনের আনন্দ শোভাযাত্রা শেষে কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খাঁন জানান, এই অঞ্চলের উচ্চ শিক্ষার বিকাশে লংলা আধুনিক ডিগ্রি কলেজ অগ্রণী ভূমিকা রাখছে। কলেজটির ইতিহাসে এই অনুষ্ঠানটি একটি স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে।