ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও জাটকা নিধন বন্ধে নদীতে অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে তেতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ-সময় অভিযানে সহযোগিতা করেন কোস্ট গার্ডের সদস্যবৃন্দ এবং বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।
অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার চালক অভিযানের টিমের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পরলে কাউকে আটক করা যায়নি।
পরে কয়েকটি ড্রেজার এর পাইপ বিনষ্ট করা হয়।
এ-সময় নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ মাছ ধরায় কয়েকটি নৌকার জাল জব্দ করে
আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।