ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের (৩ নং ওয়ার্ড) উদয়পুর রাস্তার মাথা সংলগ্ন বি এম বি ব্রিকস এ অভিযান পরিচালনা করেন
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান – উজ্জামান.।
আজ (১৬ জানুয়ারি) বিকেল ৪ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্য সহযোগে উদয়পুর রাস্তার মাথা সংলগ্ন বিএমবি ব্রিকস এ মোবাইল কোর্ট পরিচালনা করা করেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উক্ত ইট ভাটার মালিক পক্ষ/ স্বত্বাধিকারীগণ জেলা প্রশাসক, ভোলা মহোদয় কর্তৃক ইট ভাটা পরিচালনার অনুমতিপত্র/ লাইসেন্স না থাকায় কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
পরিচালিত মোবাইল কোর্টে বিএমবি ব্রিকস এর একজন স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন (২৮), পিতা: মো. আনসার উল্যাহ, গ্রাম: সাচড়া, ১নং ওয়ার্ড, ইউপি: ২নং সাচড়া, ডাকঘর: দরুন বাজার, উপজেলা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা-কে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান – উজ্জামান বলেন,জনস্বার্থে এরূপ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।