তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে দিনব্যাপি“মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয়”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।
শুরুতেস্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যলয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান। পরে মুক্ত আলোচনায় অংশনেন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম,পুরোহিত সাংবাদিক সহ অন্যান্যরা।