তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ (৫ম ও ৮ম শ্রেণির) বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌরসভার মিলনায়তনে পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূঁঞা, বৃত্তিপ্রাপ্তদের পক্ষে শিক্ষার্থী উত্তরা রায় লক্ষী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, হারুনুর রশীদ, সুলতানা বেগম লাইলী প্রমূখ।
উল্লেখ্য, কুলাউড়া পৌরসভা আয়োজিত তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ১২৩ জন ও অষ্টম শ্রেণির ৬৩ জন মিলিয়ে সর্বমোট ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। তন্মধ্যে পঞ্চম শ্রেণির ৩১ জন ও অষ্টম শ্রেণির ১৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পায়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news