তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষকের অংশগ্রহণে এক প্রানবন্ত মিলন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০শে জানুয়ারি) সকালে কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের রামপাশা গ্রামে অবস্থিত ইক্বরা মাদ্রাসা মাঠে শিক্ষকদের এ মিলনমেলার আয়োজন করা হয়। তীব্র শীত ও ঘনকুয়াশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যথাসময়েই মিলনসভায় উপস্থিত হন শিক্ষকেরা।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল বারীর সভাপতিত্বে ও তরুণ লেখক ও শিক্ষক এম এস আলীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএস ইস্পাত এর হেড অব সেলস (কর্পোরেট) মো: এনামূল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভূকশিমইল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম (নূর উদ্দিন), যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ আশরাফুল আলম রাজা, স্পেন প্রবাসী কমিউনিটি নেতা রমিজ উদ্দিন , ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ফখর উদ্দিন, ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম শফিক।
শুভেচ্ছা বক্তব্যে রাখেন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি এটিএম সোলেমান।
শতশিক্ষকের মিলনসভায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সনজিত কুমার দাশ, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক খালিক উদ্দিন, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সিনিয়র শিক্ষক শফিক মিয়া, উচাইল হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার তুহিন, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফরমান আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ভূয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা খানম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মোহাইমিন, শিক্ষক রফিক সুমন প্রমূখ।
এছাড়াও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাকির হোসাইন সিদ্দিকী জামাল প্রমূখ।
শতাধিক শিক্ষকের এ মিলনমেলায় দোয়া ও প্রীতিভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে। আগামী বছর থেকে আরোও বৃহৎ পরিসরে শিক্ষকদের মিলনমেলায় পরিণত করতে ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ইকরা ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news