মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওই সাংবাদিকের নাম হাসান ভূঁইয়া।তিনি যমুনা টিভির সাবেক স্টাফ রিপোর্টার। বর্তমানে যায়যায় কালের ও সমাচার পত্রিকায় রিপোর্টার হিসেবেও কাজ করছেন।গত বুধবার (৮ জানুয়ারি) বিকালে ওই সাংবাদিক ও তার পরিবারের উপর দুর্বৃত্তরা হামলা করেন।এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়,উপজেলার চৌমুহনি ইউপির হাসিনাবাদ গ্রামে বুধবার বিকালে হামলার দুর্বৃত্তদের বড় একটি গ্রুপ তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে ওই সাংবাদিকসহ তার পরিবারের কয়েকজন আহত হয়েছে ।বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।বাড়িঘরের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সাংবাদিক হাসান ভূঁইয়া জানান,আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান এবং সাংবাদিকতা করি। আমাদের সাথে কারো শত্রুতা নেই।এই হামলার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি তুলেছেন উপজেলা সাংবাদিক মহল।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news