ভোলা প্রতিনিধি।
ভোলায় বেসরকারী উন্নয়নমূলক সংস্থা দ্বীপ উন্নয়ন সোইটির বাস্তবায়নে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগীতায় ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে পোশাক ওই স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ সকাল থেকে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার ১৪০টি শিখন কেন্দ্রে, ২৯০১ জন শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক মোঃ মাইনুল ইসলাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দ্বীপ উন্নয়ন সোসাইটির হিসাব রক্ষক মোঃ আবদুল হাই, সুপার ভাইজার মোঃ শরীফ, সুপার ভাইজার মোঃ নিরব ও সুপার ভাইজার মায়া রানী পাল।