মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
ভোলায় পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত রেইজ প্রকল্পের অধীনে মাস্টার ক্রাফটর্স পার্সন (MCP) রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৪ জানুয়ারি, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাটি উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল, উপ-পরিচালক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুর রহমান এবং সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। কর্মশালার সঞ্চালনা করেন লাইফস্কিল অফিসার আবদুল হাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেইস ম্যানেজমেন্ট অফিসার সারমিন আক্তার, একাউন্ট অফিসার সাজেদা ফেরদৌস তামান্নাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রিফ্রেশার কর্মশালায় মোবাইল সার্ভিসিং, বেকারি ও পেস্ট্রি প্রস্তুতকরণ, ফ্যাশন গার্মেন্টস, টেইলারিং ও ড্রেস মেকিং, অটোমোবাইল, বিউটিফিকেশন এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিক খাতের অভিজ্ঞ গুরুরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের পূর্বে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করা এবং নতুন পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা।
অংশগ্রহনকারি গুরুরা বলেন রেইজ প্রকল্পের অধীনে পরিচালিত কার্যক্রম গুলো স্থানীয় যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পিকেএসএফ এবং জিজেইউএস নিরলসভাবে কাজ করছে, যাতে স্থানীয় ভবঘুরে যুব সমাজ নিজেদের পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে আধুনিক ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে শুধু ব্যক্তি নয়, সমগ্র সমাজ উপকৃত হচ্ছে।