মোঃ আখেরুজজ্জামান ,সদর থানা প্রতি নিধি,লালমনিরহাট জেলা,
লালমনিরহাট জেলায় রমরমা মামলা ব্যানিজ করছে বি এন পির নেতা আফজাল হোসেন ,
আওয়ামী লীগ এর নামের পাশাপাশি একের পর এক সাংবাদিক দের নামে ও মামলা করছে তারা,
এই ধারাবাহিকতাকে বজায় রেখে গত বৃহস্পতিবার ২,১,২০২৫ বি এন পি নেতা আফজাল বাদী হয়ে একটি মামলা করেণ, সে মামলায় ৬৯ জনের নাম দেওয়া হয় সে খানে ৩৫ নাম্বারে দেওয়া হয় লালমনিরহাট জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর সাংগঠনিক সম্পাদক,জেলা প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকা লালমনিরহাট জেলা প্রতি নিধি। স্টাফ রিপোর্টার ঢাকা বুলেটি,
হট নিউজ।
মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালীর নাম, যা অত্যান্ত নেককার জনক ঘটনা, বিগত ২০দিন আগে তাঁরা বাস এসটান , ট্রাক ষ্টান, দখল করেণ এতে দুই গুরুপ এর সংঘর্ষ তৈরি হয়, সে নিউজ না করার জন্য মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী কে হুমকি দেয় বি এন পি নেতা আফজাল, হুমকি কে পিছনে ফেলে নিউজ করায় তাকে মিথ্যা মামলায় ফাসায় তারা, এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবী জানান এ সাংবাদিক নেতা, তিনি স সন্মানে তার নাম এ মামলা থেকে বাদ দেওয়ার যোর দাবী জানান লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিক বৃদ্ধ এ বিষয়ে মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালীর নাম বাদ দিয়ে পুর্ণরায় মামলা পরিচালিত করার অনুরোধ করেন। সাংবাদিক তার কর্ত্যবরত কাজে সর্বত্র যেতে পারে কিন্তু ভাংচুর লুটপাট করতে পারে না। তাঁর বিরুদ্ধে সু নিদিষ্ট কোনও প্রমাণ ছাড়া তাকে হয়রানি মূলক মামলায় ফাঁসানো হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news