এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শালবাড়ী গ্রামের প্রতি মাসে ইউ,টি,আই কার্যক্রম চলে।বাংলাদেশ সরকার শিশুদের বিভিন্ন রোগের প্রতিশেধক হিসাবে টিকা প্রদান করে থাকেন।একটি শিশু ও যেন এ সেবার বাহিরে না থাকে এ কারনে বাংলাদেশের প্রত্যেক পাড়া মহল্লায় টিকাদান কর্মসূচী পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীন স্বাস্থ্য সহকারী জনাবা মোসাঃ নাজমা খাতুন ও জনাবা মোসাঃ রেজবী সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা।
নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি,এইচ,ও জনাব ডাঃ মোঃ ফইসাল নাহিদ (পবিত্র) শালবাড়ী সেন্টার পরিদর্শন করেন।পরিদর্শন কালে টিকাদান কর্মসূচী পরিবেশ ও তাদের পরিচালনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কিছু দিকনির্দেশনা মুলক কথা বলে যারা এ কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে স্থান ত্যাগ করেন।
জনাব ডাঃ মোঃ ফইসাল নাহিদ (পবিত্র), টি,এইচ,ও, নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স, নিয়ামতপুর, নওগাঁ একজন খুব ভালো মনের মানুষ।এত অবহেলিত প্রত্যান্ত গ্রাম-অঞ্চলে কোনদিন পরিদর্শনে এসেছেন বলে মনে হয় না।তিনি এত ভালো মানুষ নিজে পায়ে হেঁটে টিকাদান কর্মসূচী পরিদর্শন করেন।দেশ গড়ার জন্য এ রকম মনমানসিকতার অফিসার অবশ্যই অত্যাবসকীয়।
টিকাদান কর্মসূচীতে সংবাদকর্মী উপস্থিত হয়ে টিকাদান কর্মসূচী পরিচালনার দায়িত্ব প্রাপ্ত অফিসারদের সাথে কথা বলেন।অফিসারগণ পরিবেশ সহ সকল দিক থেকে সন্তুষ্টি প্রকাশ করেন।সেবা নিতে আশা জনগনের সাথে কথা বললে বলেন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা আমাদের সাথে খুবই সন্তোষজনক আচরন করেন এবং যে শিশুদেরকে টিকা দেন তাদেরকে মায়ের স্নেহের আলোকে টিকাদান কর্মসূচী পরিচালনা করেন।
টিকাদান কর্মসূচী বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্দেশ্য। টিকাদানের মূল উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটি শিশু যেন সুস্থ্য ও সুন্দরভাবে বেড়ে উঠে।কারন একটি সুস্থ্য ও সবল শিশু হতে পারে আগামী দিনের দেশ পরিচালনার অগ্রনী ভুমিকা।