জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি :
নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পি.পি ) নিযুক্ত হওয়ায় জলঢাকায় নিজ জন্মভূমি বালাগ্রামের সর্বস্তরের মানুষের নিকট গণ সংবর্ধনায় ভূষিত হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে বালাগ্রাম ইউনিয়নবাসীর সার্বিক আয়োজনে ও মৎস্যজীবী দল সহ-সভাপতি মোশরেফুল হাবীব চৌধুরীর তত্বাবধানে পূর্ব বালাগ্রাম চৌরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়। জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( টেক.) ইঞ্জিনিয়ার এম.জেড মিঠুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এস আলী অটো রাইস মিলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব সৈয়দ আলী। সমাজ সেবক সাতিল রেজওয়ান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, ছাত্রনেতা আব্দুস সোবহান, আলমগীর হোসেন, হেমায়েত আলম নবেল চৌধুরী, হারুন অর-রশীদ, এ.কে.এম রেজাউল করিম বাহাদুর চৌধুরী, সরওয়ার আলী মানিক চৌধুরী, মাজেদুল ইসলাম চৌধুরী, আসাদুজ্জামান সুমন চৌধুরী, সাবেক ইউপি সদস্য রেয়াজুল ইসলাম প্রমুখ। গণ সংবর্ধনা পেয়ে এ্যাড. আল মাসুম চৌধুরী বলেন, আজ নিজ জন্মভূমিতে যে সম্মান পেলাম তা চিরস্মরণীয়। এর প্রতিদান আমি আমার গ্রামবাসী দিব ইনশ্বা আল্লাহ্। প্রধান অতিথি'র বক্তব্যে আলহাজ্ব সৈয়দ আলী বলেন, এ অঞ্চলের মানুষের আগামীর প্রত্যাশা পুরনের সূর্য সন্তান এ্যাড. আল মাসুদ চৌধুরী। আশা রাখি যে পদায়নে ভূষিত হয়েছেন মাসুদ চৌধুরী তার প্রতিফলন ঘটাবেন তিনি। আমি উত্তর উত্তর সফলতা কামনা করছি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news