ভোলা প্রতিনিধি।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর ৯নং ওয়ার্ডে হতদরিদ্র কৃষক রফিকুল ইসলামের চাষ করা প্রায় দেড় একর জমির ধান কেটে নিয়ে গেছে, ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু চক্রের সদস্য আবদুর রহিম। ভূক্তভোগী রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার মৃত শামছল হক রাড়ির ছেলে রফিকুল ইসলাম প্রায় ৪৮ বছর আগে দেড় একর জমি বন্দবোস্ত নিয়ে ঘর-দরজা, পুকুর ও বাগান-বাগীচা সৃজন ও ফসলি জমিতে চাষাবাদ করে আসছিলো। কিছুদিন পূর্বে এ জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা মৃত শামছল হক রাড়ির ছেলে আবদুর রহিমের। বিগত দিনে আবদুর রহিম রফিকুল ইসলামকে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত কারার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই আবদুর রহিম রফিকুল ইসলামকে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত করতে না পেরে রফিকুল ইসলামের নামে একটি মিথ্যা মামলা দেয়ার পরিকল্পনা করে। ভূক্তভোগী রফিকুল ইসলাম সাংবাদিকদের ক্যমেরার সামনে জানান, আবদুর রহিম আমার চাষ করা ধানগুলো লুট করে নেয়ার জন্য আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। সে মামলায় আমার নামে যখন ওয়ারেন্ট ইস্যূ হয় সে সুযোগে আবদুর রহিম আমার প্রায় দেড় একর জমির সকল ধানগুলো কেটে লুট করে নিয়ে যায়। তিনি আরো বলেন, এ ধান রক্ষা করার জন্য আমি ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি তানজিদের সহযোগীতা চাইলে সে আমার কাছ থেকে প্রথমে ৪ হাজার টাকা নেয়। পরবর্তিতে সে আমাকে বলে আপনি ৮ হাজার টাকা দেন। আমি আপনার ধান রক্ষা করবো। সর্বশেষ অসে আমার থেকে ১১ হাজার টাকা দাবী করে বলে, ১১ হাজার টাকা দিন আমি আপনার ধান রক্ষা করে আপনার বাড়িতে নেয়ার ব্যবস্থা করে দিবো। রফিকুল ইসলাম আরো জানায়, আমি আইসির সকল কথায় রাজি হওয়া সত্যেও সে ধান কাটার ব্যাপারে আমাকে কোন প্রকার সহযোগীতা করেনি। সে আমার প্রতিপক্ষ আবদুর রহিমের সাথে হাত মিলিয়ে তাকে ধানগুলো কেটে নেয়ার জন্য সহযোগীতা করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, ভূক্তভোগী রফিকুল ইসলাম। এ ব্যাপারে অভিযুক্ত ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি তানজিদ আহাম্মদ অভিযোগ অস্বীকার করেণ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news