তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
“৪ঠা আগষ্ট গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিক সংগঠন"মৌলভীবাজারের" এডহক (আহ্বায়ক) কমিঠি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) মৌলভীবাজার শহরের আরএস কায়রান হোটেলে দুপুর ২টার দিকে গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের কন্ঠ/দৈনিক সিলেট বাণী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: মশাহিদ আহমদ'কে আহ্বায়ক ও বেসরকারি চ্যানেল নাগরিক টিভি/দৈনিক ভোরের পাতার মৌলভীবাজার জেলা প্রতিনিধি এ.এস কাঁকন'কে সদস্য সচিবের দায়িত্বে চুড়ান্ত করে ১১ সদস্য বিশিষ্ট এডহক (আহ্বায়ক ) কমিটি গঠন করা হয়। এবং পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে যারা শারীরিক ভাবে আহত, নির্যাতিত ও ব্যবহৃত জান-মালের ক্ষতিগ্রস্থ সাংবাদিক বা গনমাধ্যমে সংযুক্ত রয়েছেন তাদের তালিকা সংগ্রহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news