তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় চোরাকারবারীর অবৈধপথে আসা ভারতীয় চিনিসহ শ্রী সঞ্জীব মালাকার (৫০) নামের এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯শে ডিসেম্বর) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া এলাকা থেকে কারবারিকে আটকের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। সঞ্জীব ওই এলাকার সন্তদ মালাকারের ছেলে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবি’র শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আলীনগর বিজিবি’র একটি দল সকাল সাড়ে ১০টার দিকে গণকিয়া এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধপথে আসা ভারতীয় ২৯ কেজি চিনি জব্দ করে সঞ্জীব’কে আটক করা হয়।
পরে বিকেলে কুলাউড়া থানায় চিনিসহ চোরাকারবারি সঞ্জীবকে হস্তান্তর করে অবৈধ চোরাচালান মালামাল বহনের দায়ে তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, গ্রেপ্তারকৃত সঞ্জীব চোরাকারবারিকে সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।