মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
আজ, রবিবার (২৯ ডিসেম্বর), পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর Strengthening Resilience of Livestock Farmers through Risk Reducing Services প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক ভেদুরিয়া গরুর হাটে গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করা হয়।
এই ক্যাম্পেইনটি পরিচালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. খলিলুর রহমান এবং টেকনিক্যাল অফিসার ডা. আবদুর রহিম। ক্যাম্পেইনটি পরিদর্শন করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হাসান খালেদ এবং জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
উক্ত ক্যাম্পেইনে শতাধিক গরু ও ছাগলের মধ্যে খুরারোগ প্রতিরোধক টিকা প্রদান করা হয়। পাশাপাশি পশুদের জন্য কৃমিনাশক বিতরণ করা হয়, যা তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই ধরনের উদ্যোগ খামারিদের জীবিকা সুরক্ষিত রাখতে এবং প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news