তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
ফের গ্রেপ্তার এড়াতে কারাগারের দেয়াল টপকে পালালেন মৌলভীবাজার জেলা সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের গোমড়া এলাকার জেলা কারাগার এলাকায় ঘটনাটি ঘটেছে। পালানোর বিষয়টি এখন মৌলভীবাজারে টক অব দ্যা টাউনে পরীনত হয়েছে।
মৌলভীবাজার জেলা কারাগার সূত্র জানায়, গত ৩০শে অক্টোবর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মামলায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন গ্রেপ্তার হোন। এক মাস ২৭ দিন কারাভোগের পর (২৭শে ডিসেম্বর) তিনি জামিনে মুক্তি পান।
মুক্তি পাওয়ার পর কারাগারের প্রধান ফটকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের গ্রেপ্তার এড়াতে রুবেল উদ্দিন প্রধান ফটক দিয়ে বের না হয়ে কারাগারের পাশের ছোট দেয়াল টপকে পালিয়ে যান।
বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, রুবেল উদ্দিনের বিরুদ্ধে কুলাউড়া, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দায়ের করা একাধিক মামলা রয়েছে।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, যথাযথ নিয়ম অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news