মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তারা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ ক্ষেত্রে ভোলার নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই। ভোলার নারীদের হাতে তৈরি পণ্য ইতোমধ্যে স্থানীয় এবং অনলাইন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। দক্ষ ও পরিশ্রমী নারীদের একই প্ল্যাটফর্মে এনে কাজ করার লক্ষ্যে জাগরনী মহিলা সমিতি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ভোলার জিজিইউএস ল্যান্ডিং স্টেশনে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভা পরিণত হয় উদ্যোক্তাদের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। জাগরনী মহিলা সমিতির সভাপতি পাপিয়া চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিজিইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বিথী ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভোলা সদর তথ্য সেবা কর্মকর্তা আফনান হক, ভোলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির এবং ভোলা টাইমস সম্পাদক মো. আলী জিন্নাহ রাজিব। এছাড়া অনুষ্ঠানে দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের সাফল্যের গল্প তুলে ধরে বলেন, ঘর-সংসার সামলানোর পাশাপাশি নানা প্রতিকূলতা মোকাবিলা করে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন আয়োজন তাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে বলে মনে করেন উদ্যোক্তারা।
উল্লেখ্য, World Bank ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা(জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত RAISE প্রকল্পের আওতায় ভোলার এই নারী উদ্যোক্তাদের সংগঠিত করতে এবং তাদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে প্রায় অর্ধশত উদ্যোক্তার অংশগ্রহণ এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news