ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ ১নং ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে র্দীঘদিনের ভোগ দখলীয় বসত বাড়ি যবর দখল করতে গিয়ে বাধার সম্মুক্ষিণ হয়ে সুরমা বেগম নামে এক গৃহবধুর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।পরে স্থানীয়া তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই বসত বাড়িটি যবর দখলের জন্য বিভিন্ন পায়তাড়ায় লিপ্ত রয়েছে তারা।এ ব্যাপারে ভূক্তভোগীদের পক্ষ থেকে মোঃ নুর উদ্দিন বাদি হয়ে, (১) মো জামাল(৩১), পিতা-আঃ অদ্ভুত, ২। মোঃ আবু তাহের ফরাজী(৪৭), পিতা-মৃত সেরাজুল হক, ৩। মোঃ সুমন(২৪), পিতা-মোঃ আবু তাহের ফরাজী, ৪। মোঃ আব্বাস। ২৫), পিতা- ইসমাইল ঘোষ, সর্ব সাং-চর রমেশ, ওয়ার্ড নং-০১, ভেদুরিয়া ইউপি, ৫। নূর মোহাম্মদ মাঝি (৪৬), পিতা-মৃত আলী একাব্বর, সাং-ভেদুরিয়া, ওয়ার্ড নং-০৪, থানা-ভোলা সদর, জেলা- ভোলাকে অভিযুক্ত করে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। থানার জিডি নং-৮১৮। তারিখ-১৭-১২-২৪।ঘটনাস্থল। ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ সাকিনে ০১নং ওয়ার্ডস্থ বাদীর বসত ঘরের সামনের উঠান। ঘটনার তারিখ ও সময়: ১৩/১২/২৪ তারিখ দুপুর অনুমান ১২.১৫ ঘটিকা। বিরোধীয় সম্পত্তির পরিমান, ভোলা সদর থানাধীন সাং-চর রমেশ মৌজা জে. এল নং-৬২. খতিয়া নং-৭৬, দাগ নং ৮০২/৮০৩/৮০৪/৮০৫/৮০৬/৮০৭, পরিমান ০.৫০৭৫ একর বিরোধীয় ৮০৬/৮০৭ দাগে ০২৬৭৫ একর। থানার জিডি সূত্রেঃ থাবিহীত সম্মান পূর্বক আমি মোঃ নুর উদ্দিন (২৮), পিতা-মৃত হাদিস, সাং-চর রমেশ, ওয়ার্ড নং-০১, ভেদুরিয়া ইউপি, ঘানা ভোলা সদর, জেলা ভোলা, থানায় হাজির হইয়া এই মর্মে বিবাদীদের বিরুদ্ধে আবেদন করিতেছি যে, বিবাদীদ্বয় ও আমরা একই এলাকার লোক। বিবাদীদের সাথে জমিজমার বিষয় নিয়া পূর্ব হইতে বিরোধ বিদ্যমান। বিবাদীরা আমাদের ভোগ দখলীয় জমি গায়ের জোরে ভোগ দখল করিতে চায়। উক্ত বিষয় নিয়া বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলমান রহিয়াছে। আমরা বিষয়টি স্থানিয় ভাবে একাধিক ভারা শালিশ মিমাংশার চেষ্টা ব্যাখ হই। বিবাদীরা স্থানীয় শালিশ মিমাংশ্য তোয়াক্কা না করিয়া বিবাদীরা আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাদের ভিবিন্ন ভাবে হয়রানি করার পায়তারা করে। বিবাদীরা আমাদের ভিবিন্ন ধরনের হুমকি ধামকি দিয়া বেড়ায়। বিবাদীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে অত্যাচার করিয়া বেড়ায়। বিবাদীদের অত্যাচারে একপর্যয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত উক্ত জমিতে স্থীতি অবস্থা বজায় রাখার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। থানার পুলিশ উভয় পক্ষকে নিষেধাজ্ঞা জারি করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশিল হই এবং আমরা আদালতের নিষেধাজ্ঞা মান্য করিয়া চলি। আমি আদালতে নিষেধাজ্ঞা মামলা করাতে বিবাদীরা আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি ও ভয়ভীতি দেখায়। বিবাদীরা আমার ভোগদখলীয় জমিতে নিষেধাজ্ঞা অমান্য করিয়া জোর পূর্বক ভোগ দখলের চেষ্টা করিলে আমি বাধা দিলে বিবাদীরা আমাদের গালিগালাজ করিয়া বেড়ায়। বর্তমানে বিবাদীরা বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার ডামিতে জোর পূর্বক ভোগ দখল করিয়া বসত ঘর নির্মান করার ষড়যন্ত্র করিতেছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ১৩/১২/২৪ র তারিখ দুপুর অনুমান ১২.১৫ ঘটিকায় বিবাদীরা ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ সাকিনে ০১নং ওয়ার্ডস্থ আমার বসত ঘরের সামনের উঠানে আসিয়া বিবাদীরা জমি জমার বিষয় নিয়া অহেতুক গালিগালাজ শুরু করে। তখন ০৩নং সাক্ষী বিবাদীদের প্রতিবাদ করায় বিবাদীরা সাথিকে পালিগালাজসহ মারমুখি আচরন শুরু করে। একপর্যায়ে বিবাদীরা ০৩নং সাক্ষীকে মারধর করে। বিবাদীরা লাটি সোঠা দিয়া হুমকি দিয়া বলে যে, আমাদের মিথ্যা মামলা মোকদ্দমা দিয়া জারানী জানমালের বড় ধরনের ক্ষতিসাধন করিবে, উক্ত জমিতে আমি কিংবা আমাদের লোকজন গেলে আমাদের প্রানে মেরে ফেলবে, জীবনের তরে জমি খাওয়াইয়া দিবে বলিয়া বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়। আমি আমার জমিতে গেলে বিবাদীদের দ্বারা বড় ধরনের ক্ষতিসাধন কিংবা বিরোধের সৃষ্টি হইতে পারে মর্মে আশংকা করিতেছি। আমি বিবাদীদের অন্যায় ভয়ভীতি তথান করিলে বিবাদীদের দ্বারা মারধর কিংবা প্রান নাশ সহ শান্তি ভঙ্গের আশংকা বিদ্যমান রহিয়াছে। এমনকি বিবাদীরা যে কোন সময় আমার ভোগ দখলীয় জমি জোর পূর্বক ভোগ কখনে কার্য আকার আকৃতি পরিবর্তন করাসহ বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিয়া বসত ঘর নির্মান করিতে পারে মর্মে আশংকা করিতেছি। আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা জনায়, তারা রেকড সুত্র ওই বাড়িতে জমি পাবে এবং তারা হামলা করে কাউকে আহত করেনি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news