মোঃ সারোয়ার হোসেন অপু
বিজয় মানে আনন্দ, বিজয় মানে খুশি।
বিজয়ের আনন্দে বিমোহিত আজ বাঙালী জাতি।
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন এর আয়োজনে পালিত হয়েছে ৫৩ তম মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২৪।
সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনিতে শুরু হয় দিনের কর্মসূচি।
স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও জাতীয় পতাকা উত্তোলন সহ বীর মুক্তি যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এবং উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউপির মুক্তিযোদ্ধা বৃন্দ।
উপজেলা প্রশাসনের পাশাপাশি এ সময় দিনব্যাপী সকল কর্মসূচীতে অংশ নেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন এবং দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু সহ প্রমুখ।
বিকাল ৩টায় বীর মুক্তি যোদ্ধা বনাম অফিসার বৃন্দ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজয় দিবস উপলক্ষে বদলগাছী উপজেলা শাখা জাতীয়তাবাদী দলও স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন,এসময়, স্মৃতি স্তম্ভের পরিবেশ দেখে বদলগাছী উপজেলা শাখা বি এন পির সভাপতি ফজলে হুদা বাবুল সাংবাদিক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দুঃখের সাথে বলেন, আপনারা দেখেন স্মৃতি স্তম্ভ এখনো পরিস্কার করা হয়নি। রং করা হয়নি। এই দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে।সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়ে গেছে। পালিয়ে যাওয়া হাসিনা এখনো আছে বলেও বক্তব্য রাখেন তিনি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news