মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার চারটি আসন থেকেই নির্বাচন করার সক্ষমতা রাখেন। মহান বিজয় দিবসের র্যালি শেষে ভোলার বিজেপি নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা জেলা বিজেপির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের ভোলা বাংলা স্কুল মাঠের ভাষানী মঞ্চ থেকে কয়েক হাজার নেতাকর্মী বিজয় দিবস উপলক্ষে একটি র্যালি বের করেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। র্যালিটি শেষে জেলা বিজেপি কার্যালয়ের সামনের সড়কে এক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ। র্যালিতে মহিলা নেত্রী এড্ভোকেট বীথি ইসলাম সহ যুব সংহতি, ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news