মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
ভোলার ভেলুমিয়া গ্রামীণ জন উন্নয়ন শাখা অফিসে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে মানসিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার হোসেন। ক্যাম্পের উদ্বোধন করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো. আবুবকর তানভির। এছাড়াও উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার মো. মাসুম বিল্লাহ, মোঃ মিঠুন মন্ডল এবং প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহমেদ।
দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে ৩৭ জন মানসিক রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয় এবং ১০ জন রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।