এম,এ,মান্নান,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
আগামী কাল ১৫-১২-২০২৪ বাংলা-১ বিষয় দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নবম শ্রনী বোর্ড সমাপনী পরীক্ষা -২০২৪ যা চলবে ৩১/১২/২০২৪ পর্যন্ত তত্বীয় বিষয় এর পর ব্যবহারিক পরীক্ষা।
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একটি মাত্র কেন্দ্র শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়।সচিব জনাব মোঃ আঃ জলিল সাহেব বলেন,শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হলেও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ভেন্যূ কেন্দ্র হিসাবে নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।আমি আশা রাখছি পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নকল মুক্ত হবে।
এবারের নবম শ্রেনী বোর্ড সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩৫ জন।এতে ৯৯ জন নিয়মিত ও ৩৬ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে বলে আশা করা যায়।জনাকী উচ্চ বিদ্যালয় নিয়মিত ৩৮,অনিয়মিত ১৩।শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ জন নিয়মিত ও ৩ জন অনিয়মিত। টিকরামপুর বিজনেস মেনেজমেন্ট কলেজ ও স্কুলের নিয়মিত ২০ জন ও অনিয়মিত ৬ জন।নিমদিঘী বিজনেস মেনেজমেন্ট কলেজ ও স্কুলের নিয়মিত ০৯ জন ও অনিয়মিত ০৩ জন।নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অনিয়মিত ০৮ জন।শালবাড়ী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ১৯ জন ও অনিয়মিত ০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে।
বর্তমানে পরীক্ষা সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন সচিব জনাব মোঃ আঃ জলিল মন্ডল।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news