জসিনুর রহমান নিলফামারী
জলঢাকায় কৃষকের বরাদ্দকৃত সার অবৈধ ভাবে বিক্রি করায় মেসার্স একরামুল ট্রেডাস নামের এক সার ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান করে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার।
জানা যায় গতকাল সকালে জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের মেসার্স একরামুল টেডার্সের স্বত্বাধিকারী কৃষকদের জন্য বরাদ্দকৃত ৪০ বস্তা সার অবৈধভাবে বিক্রির সময় ডিলার একরামুল কে আটক করে সাধারণ আপামর জনতা।
পরে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তার হাতে তুলে দেয়।
তারা সহ জমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় একরামুল ট্রেডাস কে ৫০ হাজার টাকা জরিমানা করে।
এবং আটককৃত সার সরকারি দামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে রাখা হয়।
এ সময় কৃষি কর্মকর্তা মোঃ সুমন আহমেদ এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন ভোক্তা অধিকার আইনে জরিমানার পাশাপাশি ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news