এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি
লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন রহমানপুর ধবলসুতী ইসলামিয়া ফোরকানিয়া (প্রস্তাবিত ক্যাডেট ও দাখিল) মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পাটগ্রাম পৌর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সফিয়ার রহমানের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটি মাদ্রাসা প্রাঙ্গণেই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান।
রংপুর-দিনাজপুর অঞ্চল জামায়াতের ইউনিট সদস্য, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর ও মাদ্রাসার কমিটির সভাপতি প্রভাষক আতাউর রহমান সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার ভবন নির্মাণের সময় বিআরএস নম্বর ১২, ৯০২৮ দাগে মৃত রশিদুল ইসলাম, মৃত ওমর আলী, মৃত সাইমুদ্দিন, মৃত কমির উদ্দিন ও মোঃ করিম আলী একশ শতাংশ জমি দান করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে মাদ্রাসার নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলে মৃত ওমর আলীর ছেলে সফিয়ার রহমান মাদ্রাসার কাজে বাধা প্রদান করেন। এর আগে ২০১৯ সালে সফিয়ার রহমান আদালতে মামলা দায়ের করলে তৎকালীন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজির হোসেন ও শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া কে তদন্ত সাপেক্ষে আদালতে রিপোর্ট প্রেরণের নির্দেশ দেন। সফিয়ার রহমানের অভিযোগের তদন্ত ও মাদ্রাসার নামে মৃত ওমর আলীর দানকৃত জমি মাদ্রাসার নামে বহাল রেখে আদালতে রিপোর্ট প্রেরণ করলে ওই মামলা খারিজ করে দেন আদালত। পরবর্তী সময়ে আদালতে উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে পিতার দানকৃত জমি সফিয়ার রহমান না দাবি জানিয়ে মাদ্রাসার নামে দেওয়ার কথা বলেন। এবং মাদ্রাসার কাজে সহযোগিতার কথা জানালেও উল্টো এখন বাধা দিচ্ছেন তিনি। তারই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম রিপন, মাদ্রাসার অধ্যক্ষ মাসুদ রানা, কমিটির অন্যান্য সদস্য ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে সফিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ হলে তিনি মাদ্রাসার কমিটির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news