নলছিটি প্রতিনিধি,অরবিন্দ পোদ্দার
”দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একত,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে নানা আয়োজনে নলছিটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৪।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, ইমাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণকরেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, নলছিটি সরকারি ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. একরামুল করিম মিঠু, সাধারণ সম্পাদক মো. এনায়েত করিম, সাবেক সদস্য মল্লিক মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মিলন কান্তি দাস।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, আমির হোসেন, তপন কুমার দাস, জান্নাতুল ফেরদৌসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।