এম,এ,মান্নান,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বাংলাদেশ কে সোনার বাংলাদেশ গড়ার লক্ষে গোটা বাংলাদেশকে একযোগে ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক শুমারী ২০২৪ এর মূল শুমারীর লক্ষে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগনকে প্রশিক্ষন কর্মশালা শুরু হয় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় অত্যন্ত বিচক্ষণতার সাথে দুই জন ট্রেনার প্রশিক্ষন দেন।নিয়ামতপুর উপজেলার পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন ও জনাব মোঃ বেনজির আহমেদ,প্রভাষক (পরিসংখ্যান)-নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।যতটুকু তারা প্রশিক্ষন দিয়ে যাচ্ছেন তা খুব সুন্দর ও সাবলীল।একটা জিনিষ বুঝতে না পারলে অতি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন।আজকের প্রশিক্ষনের ৩য় দিন ছিল।
সকাল ৯.০০ টায় শুরু হয়ে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত চলছে।১ম অধিবেশন ১০.৪৫ পর্যন্ত।চা বিরতী ১০.৪৫ থেকে শুরু হয়ে ১১.০০ পর্যন্ত।যথারীতি প্রশিক্ষন শুরু বেলা ১.০০ পর্যন্ত চলে।১.০০ হতে মধাহ্ন বিরতি শুরু ২.৩০ পর্যন্ত চলে।২.৩০ যথারীতি প্রশিক্ষন শুরু হয়ে ৩.৩০ পর্যন্ত চলে।৩.৩০ হতে শুরু হয়ে ৩.৪৫ পর্যন্ত শেষ চা বিরতী।তারপর ৩.৪৫ শুরু হয়ে ৫.৩০ পর্যন্ত প্রশিক্ষন হয়ে দিনের কার্যক্রম শেষ হয়।
দুইবার চা বিরতী ও মধ্যহ্ন বিরতীর খাবার নিয়ামতপুর উপজেলার পরিসংখ্যান অফিস কর্তৃক পরিবেশন করেন।খুব নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ামতপুর উপজেলার অর্থনৈতিক শুমারী ২০২৪ এর মুল শুমারীর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগনের প্রশিক্ষন কর্মশালা পরিচালিত হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news