ভোলা প্রতিনিধি
ভোলায় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ভোলা সদর রোডের ক্যাফে আয়লান্টো তে একটি সভা অনুষ্ঠিত হয়।
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী বিএডিসি বীজ ও সার ডিলার নাজিম উদ্দিন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বীজ ও সার ডিলার সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম।
এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ ও সার ডিলার মোঃ সিরাজুল ইসলাম রিপন, মোঃ হেলাল উদ্দিন, বাবু ডিপন কুমার দাস,মোঃ জামাল উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ হারুন , মোঃ সিয়াম, মোঃ শাহাবুদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইব্রাহিম খন্দকার , মোঃ আব্বাস উদ্দিন সহ বিএডিসি বীজ ও সার ডিলার বৃন্দ।
সভায় প্রধান অতিথি সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম বলেন, আমি মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি যে, আমাদের ভোলা জেলায় বিএডিসি বীজ ডিলার থেকে নয়জন কে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে । আমি নতুন নয়জন বিএডিসি সার ডিলার কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
নবাগত সার ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সরকারি নিয়ম মেনে সার বিক্রি করব। এবং চাষীদের সেবায় নিজেদের কে নিয়োজিত রেখে দেশের কৃষিতে অবদান রাখতে পারলেই আমাদের সার ডিলারশীপ নেওয়ায় সার্থকতা হবে।
এ-সময় সভাপতি নাজিম উদ্দিন সোহাগ তার বক্তব্যে বলেন, বিগত ২০২১ সালে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন ভোলা জেলা কমিটি গঠিত হয়েছে। আমি সে কমিটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়ে বিগত তিন বছর বীজ ও সার ডিলারদের কে বিভিন্ন পরামর্শ ও বিপদে- আপদে তাদের পাশে ছিলাম।
আমি ২০২৪ ইং সাথে বিএডিসি বীজ ডিলার থেকে সার ডিলার নিয়োগ পেয়েছি।
বিগত দিনে ভোলা জেলায় বিএডিসি সার ডিলার ছিল তের জন। আজ ২০২৪ সালে আরও নয় জন সার ডিলার হওয়ায় ভোলা জেলায় এখন বিএডিসি বীজ ডিলার থেকে সার ডিলারের সংখ্যা হলো মোট বাইশ জন। আমরা বিগত দিনে বীজ ও সার ডিলাররা মিলেমিশে এ জেলায় ব্যবসা করেছি, আগামী দিনেও এভাবে মিলেমিশে ব্যবসা করে যাব ইনশাআল্লাহ।
ত্রি – বার্ষিক সম্মেলনে বিগত তিন বছরের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপন।
এ-সময় উপস্থিত বীজ ও সার ডিলারবৃন্দ মেসার্স নীলা বীজ ভান্ডার এর সত্বাধিকারী সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম কে সভাপতি এবং মেসার্স জননী এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মোঃ সিরাজুল ইসলাম রিপন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে বাইশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আগামী তিন বছরের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।