ভোলা প্রতিনিধি
ভোলায় জমি সংক্রান বিরোধের জের ধরে মাদ্রাসা ছাত্রীসহ ২জন কে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদ্রাসা ছাত্রীসহ ২জনকে পিটেয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় একটি আভিযোগ পত্র দাখিল করা হয়েছে। থানার অভিযোগ ও ভূক্তভোগীদের সূত্রে জানাগেছে, ওই এলাকার আনছারুল হক ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে মরা যায়। আনছারুল হক মারা যাবার পর তার রেখে যাওয়া সকল সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পরে বড় ছেলে সেলিমের। এমনিকি সেলিম তার ভাই বোনদের ঠকিয়ে সকল সম্পত্তি নিজের কবজায় নিয়ে যায়। সেলিমকে তার বাকি ৭ ভাই বোনেরা তাদের বাবার সম্পত্তি যার যার অংশ হিসেবে বুঝিয়ে দখল দেয়ার জন্য একাধিকবার বললেও সে তাদের কোন কথার পাত্তা দিচ্ছেনা বলেও অভিযোগ করেন ভূক্তভোগীরা। এ জমি সংক্রন্ত বিরোধের জের ধরে গত ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে ছোট ভাই শাহিনের স্ত্রী সুমির সাথে বাকবিতন্ড হয় বড় ভাই সেলিমের। এর রেশ ধরে সেলিম ও তার স্ত্রী রোকেয়া সুমিকে ঘর থেকে টেনে হেচরে বের করে এলোপাথারী মারতে থাকে। এসময় সুমির এসএসসি পরীক্ষার্থী মেয়ে ছাবরিনা মাকে বাঁচাতে এলে সন্ত্রাসী সেলিম ও তার স্ত্রী ছাবরিনাকে লাঠি ও লোহার রড দ্বারা পিটিয়ে গুরুতর জখম করে। এতে শাহিনের স্ত্রী সুমির মুখের ৩টি দাত পরে যায়, মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন যায়গায় ফুলা জখম হয়। অন্যদিকে তার মেয়ে ছাত্রী ছাবরিনার মাথা, হাত, পা ও শরীরের গোপন যায়গাগুলোতে মারাক্তক ভাবে আঘাত লেগে ফুলা জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহতদের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগপত্র দাখিল করলেও পুলিশ এ পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেণ ভূক্তভোগীরা। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।