ভোলা প্রতিনিধি
ভোলার উপ-শহর বাংলাবাজারে মসজিদ মার্কেটে চঁদাবাজি ও পূর্বের অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে, বাংলাবাজার মসজিদ মার্কেটের বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা। আজ দুপুরে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে, ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ কর্মসূচি পালন করেন। এসময় তারা অভিযোগ করে বলেন, বিগত আয়ামীলীগ সরকারের আমালে আমরা আওয়ামীলীগের চাঁদাবাজ সন্ত্রাসীদের কারণে শান্তিতে ব্যবসা করতে পারি নাই। আওয়ামী সন্ত্রসীরা মসজিদ মার্কেটের কমিটিতে থেকে আমাদের উপর অনেক লুটপাট ও জুলুম নির্যাতন করেছে। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকরের পতনের পর শান্তি ও নিরাপদে ব্যবসা করার জন্য আমাদের মনে নতুন করে আশা জেগেছিলো। কিন্তু এখন দেখি সব মিথ্যা। বর্তমানে একদল সন্ত্রসীরা চাঁবাজীসহ আমাদের উপর নানা ভাবে জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে। মানববন্ধনে অভিযোগ করে তারা আরো বলেন, এ সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য পুর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করতে হবে। আমরা পূর্বের কমিটি বাতিল করে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত মার্কেট চাই। তারা আরো বলেন, নতুন কমিটিতে মার্কেটের ব্যবসায়ী ও মসজিদের মুসল্লিদের নিয়ে গঠন করতে হবে। পূর্বের কমিটির লোকেরা নির্যাতন, চাঁদাবজী ও জুলুম অত্যাচার করতো, যার জন্য ব্যবসায়ীরা সুখে শান্তিতেও স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারে নাই। পূর্বের কমিটি লুটপাটের অবৈধ কমিটি। এটা বিলুপ্ত করতে হবে। এ কমিটি বাতিল হলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে ও মার্কেটে শান্তি ফিরে আসবে। তাই এ বিষয়ে আমরা ভোলা-২ আসনের সবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news