জসিনুর রহমান স্টাফ রিপোর্টার নিলফামারী
নীলফামারীর জলঢাকায় নবগঠিত উপজেলা প্রতিনিধি বাদশাহ শাহজাহানকে সভাপতি ও কালবেলার উপজেলা প্রতিনিধি হারুনা-রশিদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দিয়েছে জেলা রিপোর্টার্স ইউনিটি
গতকাল দুপুরে নীলফামারী পৌরসভার মার্কেটে জেলা রিপোর্টার্স ইউনিটির অফিস কার্যালয়ে স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ ওসাধারণ সম্পাদক আল-আমিন স্বাক্ষরিত জলঢাকা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।অদ্য সদস্যরা হলেন
সহ-সভাপতি আবুল কালাম আজাদ( দৈনিক আজকের বসুন্ধরা) সহ-সভাপতি নাসিমুজ্জামান নাদির (প্রতিদিনের বাংলাদেশ) সাংগঠনিক সম্পাদ জসিনুর রহমান( দৈনিক দেশ প্রতিদিন)
কোষাধক্ষ্য আসলাম হোসেন( মুক্ত খবর)দপ্তর সম্পাদক জাহিদ হাসান লাল (প্রথম বাংলা) কার্যকরী সদস্য মাজেদুল ইসলাম স্বপন( নাগরীক ভাবনা) আকতারুজ্জামান (দৈনিক মর্নিং পোস্ট) সুমন মিয়া (দৈনিক বাংলার জনতা) মাহবুব ইসলাম (সাপ্তাহিক শীর্ষ খবর) আগামী দুই(২)বছরের জন্য এই ক মিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।