বদলগাছী থেকে মোঃ সারোয়ার হোসেন অপুর
বদলগাছীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, আজ মঙ্গলবার ৩রা ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী, নওগাঁ ও সভাপতি, উপজেলা খাদ্য সংগ্রহ ও মনিটরিং কমিটি মাহমুদ হাসান উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোসা. সাবরিন মোস্তারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু সহ প্রমুখ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১০১৯ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা কেজি দরে ১৮২ মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীন এই ধান ও চাল সংগ্রহ চলবে। এই কার্যক্রম চুক্তি করেছেন উপজেলার ৬ জন মিলার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী, নওগাঁ ও সভাপতি, উপজেলা খাদ্য সংগ্রহ ও মনিটরিং কমিটি মাহমুদ হাসান জানান, আমরা প্রান্তিক কৃষকদের থেকে সরকারি মূল্য অনুযায়ী ধান, চাল সংগ্রহ করতে চাই যেন কৃষকেরা নায্য মূল্য পায়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news