ভোলা প্রতিনিধি
ভোলায় পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে বিএসটিআই এর স্মার্ট মনিটরিং এবং ভিটামিন 'এ'সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারে সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএসটিআই এবং global alliance for improved nutrition (gain) বাংলাদেশ এর আয়োজনে রবিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই এর মহাপরিচালক এসএম ফেরদৌস আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার শরিফুল হক, ভোলা সিভিল সারজন মনিরুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআইএর পরিচালক মোঃ নুরুল আমিন।এসময় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের কমকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে বিএসটিআই এর স্মার্ট মনিটরিং এবং ভিটামিন 'এ'সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news