তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও দেশের দৃশ্যমান ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯শে নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আব্দাল হোসেন এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জাতীয় ছাত্র সমাজ সাদিকুর রহমান, সদস্য সচিব শিমুল আহমেদ ,যুগ্ম আহ্বায়ক ফজি আহমেদ সহ জাতিয় ছাত্র সমাজের অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকন যে নৈরাজ্য সৃষ্টি করতে ব্যস্ত এবং উঠে পড়ে লেগেছে তার একটি প্রমাণ হল আদালত চত্ত্বরে নৃশঃস হত্যাকাণ্ড। এই ইসকন নিষিদ্ধ করে দ্রুত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার করতে হবে এবং কোন ভাবেই বাংলার মাটিতে সন্ত্রাসী, উগ্রবাদী ইসকন’কে ঠাঁই দেওয়া যাবে না।