এম,এ,মান্নান,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী বাংলাদেশ সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক,জনগনের উন্নয়নের প্রতীক,শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের ড্রেস মেকিং এর ট্রেড ইন্সট্রাক্টর আলহাজ্ব জনাব কাজী শামসুল আলম,সৈয়দপুর,নিয়ামতপুর,নওগাঁ।
নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে শ্রীমন্তপুর ইউনিয়ন অবহেলিত একটি প্রতিষ্ঠান।বড় লজ্জার কথা ইউনিয়ন পরিষদ নিয়ে চলমান চেয়ারম্যান আলহাজ্ব জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক আওয়ামী লীগ এর মনোনিত চেয়ারম্যান স্বাক্ষর করলেও ঘুষ নেন।যা অতিব ঘৃনিত কাজ।সরকার কর্তক যে ভাতা প্রদান করেন তাতে ঘুষ না দিলে কার্ড হয় না।এ টুকু চেয়ারম্যানদের বুঝা উচিৎ বাংলাদেশে যারাই ভাতার আওতাধীন তারা সবাই দরিদ্র অথবা অতি দরিদ্র তাহলে তারা যদি টাকা দিতেই পারে তাহলে তো বাজারে ক্রয় করতে পারতেন তারা এ ভাবে চেয়ারম্যানের দরজায় যেত না।
সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছিল ভূমিহীনদের বিনামূল্যে খাস সম্পতিতে ঘর বাড়ী তৈরি করে দিবেন।অনেক ভূমিহীনরা দরখাস্ত করেছিলেন।এতে দেখা গেছে যারা ঘুষ দিতে পেরেছেন তাদের বাড়ী ঠিকই তৈরী হয়েছে কিন্তু যারা ঘুষ দিতে পারে নি তাদের দরখাস্ত বাতিল ঘোষনা করেছেন কর্তৃপক্ষ।
সংবাদকর্মী শালবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের মোসাঃ দেলোয়ারার কাছে গেলে বলেন আমার স্বামী নাই,দুটি মেয়ে দুইটি মেয়েকে বিয়ে দিয়েছিলাম কিন্তু একটা মেয়ে স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়ে আমার কাছেই থাকে।আমি এমন এক জায়গায় বসবাস করছি যে কোন সময় জীবন নাসের সম্ভাবনা বিদ্যমান।আমার কোন জমি নাই যে যেখানে আমি বাড়ি বানাতে পারি।তাই বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম এবং নিজে চেয়ারম্যান আলহাজ্ব জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক সাহেবের সাথে দেখা করে আমার দুঃখের কথা বলি পক্ষান্তরে তিনি আমাকে অন্য দলের কথা বলে ফিরিয়ে দেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জনাব কাজী শামসুল আলম বলেছেন, আমি চেষ্টা করব গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যদি মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে এবং আপনাদের দোয়াতে চেয়ারম্যান হতে পারি।আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আমার ইউনিয়ন অফিস কে নিয়ামতপুরের একটি মডেল ইউনিয়ন অফিস তৈরি করব যদি আপনারা একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ।ইউনিয়ন অফিসে দূর্নিতী খাত গুলো চিহ্নত করে এর ব্যবস্থা নিব।আপনারা ৭নং ইউনিয়নের সর্বোস্তরের মানুষ দোয়া ও সহযোগিতা করবেন।
"সৎ লোকের শাসন চায়,নিজ নিজ ধর্মের প্রতি অনুগত থাকতে চায়”
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news