ভোলা প্রতিনিধি
ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দূর্ণীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অয়োগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালিন শান্তি ও পরকালিন মুক্তির লক্ষে ইসলামী সমাজ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ভোলার চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ার চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার দক্ষিণ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফের সঞ্চালনায় গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মো: ফয়জুল করিম শায়েখ, চরমোনাই। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চাই।যে নির্বাচনে সমস্ত দলের সমস্ত মতের মানুষ অংশগ্রহণ করতে পারবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠিত হবে। এ্তে সমস্ত আদর্শের মানুষ সংসদে গিয়ে মনখুলে প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে পারবে। যেখানে কোন নোমিনেশন বাণিজ্য হবে না। অন্যদিকে পেশী শক্তি ব্যবহার করা হবে না। অবৈধ টাকা ব্যবহার হবে না। তিনি আরো বলেন, আমি মনে করি যদি পেয়ার সিষ্টামে নিবার্চন হয় তবে প্রত্যেকটি দল তাদের ক্রিম পার্সন ব্যক্তিদের সংসদে প্রেরণ করার চেষ্টা করবে। পিয়ার সিষ্টামে নির্বাচন হলে কোন ভোট মিসিং হবে না। এটা জাতীর জন্য কল্যানকর। তা্ই আমরা পিয়ার পদ্ধতিতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। যাতে প্রত্যেকটা মানুষ নিরবিগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাইনুল। উদ্বোধনী বক্তব্য রাখেন, আলহাজ্ব আলাউদ্দিীন তালুকদার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুলারহাট থানা। মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরফ্যাশন পৌরসভা। মুফতি মোঃ মানজুর রহমান মাওলানা রাশেদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, লালমোহন থানা। মোহাম্মদ আলী আজগর, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ। মাওলানা আব্বাস, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভোলা দক্ষিণ জেলা। মওলানা আব্দুল কাইয়ুব, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, ভোলা দক্ষিণ জেলা। মাওলানা ছালাউদ্দীন বেলালী, সভাপতি, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ভোলা দক্ষিণ জেলা। মাওলানা মহিউদ্দীন, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, ভোলা দক্ষিণ জেলা। হা. মাওলানা সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ। মাওলানা নুর আলম নুরানী, সভাপতি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, শশীভূষণ থানা। মাওলানা মোঃ ছালাউদ্দিন আইয়ুবী, সহ-সাংগঠনিক সম্পা: ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ।মুফতী মোঃ নুরুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ।মাওলানা মোঃ আবু ইউসুফ, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ।মুহা,নুরুদ্দীন সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখা সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার জন্য বাংলাদেশের সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন। বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ রাষ্ট্রের সকর বৈষম্য দূর করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।এসময় হাজার হাজার ইসলামী আন্দোলন এর সমর্থক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news