তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি)ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মিলন বৈদ্য। পরিষদের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের সর্বসম্মতিক্রমে মঙ্গলবার(১৯শে নভেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা যায়, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে গত ৯ই নভেম্বর রাতে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব’কে আটক করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এরপর থেকেই চেয়ারম্যান না থাকায় সেবা বঞ্চিত হন ইউনিয়নের সাধারণ লোকজন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসেন পরিষদের নারী ও পুরুষ সদস্যরা। উক্ত বৈঠকে পরিষদের ১০ জন সদস্য প্যানেল চেয়ারম্যান-১ ফজলুল আউয়ালের প্রতি অনাস্থা প্রকাশ করেন।
পরবর্তীতে মঙ্গলবার (১৯শে নভেম্বর) আবারও বৈঠকে বসেন পরিষদের ১০ জন সদস্য। ওই বৈঠকে ৯নং ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল এবং ৭নং ওয়ার্ড সদস্য আজমল আলী উপস্থিত হননি। তাই উপস্থিত ১০ জন সদস্যের ঐক্যমতে ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মিলন বৈদ্যকে জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্বগ্রহণের পর ইউনিয়নের উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি এক প্রতিক্রিয়ায় মিলন বৈদ্য বলেন, ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। তিনি পরিষদের সকল সদস্যের মতামত নিয়েই ইউনিয়ন পরিচালনা করার প্রত্যায় ব্যক্ত করেন।