তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
আরটিভি'র মৌলভীবাজার জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম মাদক সেবনকালে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার (১৭ই নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মাদক সেবনকালে তার বসত ঘরের গোপন কক্ষ থেকে কথিত এ সাংবাদিককে আটক করে থানা পুলিশ। সূত্র জানায়, একটি মামলার এজহারনামীয় আসামী ভাস্কর হোম। সেই মামলায় তার বাসায় পুলিশ অভিযান চালাতে গেলে গোপন কক্ষে মাদক সেবন অবস্থায় তাকে পাওয়া যায়।
এদিকে চৌধুরী ভাস্কর হোমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫৭ জনের নামে বিস্ফোরক আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম. ইদ্রিস আলী। বিগত ২০২০ সালের প্রেসক্লাবের দু’টি ঘটনা উল্লেখ করে মামলা করেন সিনিয়র এ সাংবাদিক।
মামলার সূত্রের বরাতে জানা যায়, ২০২০ সালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর, সিন্দুরখান, মির্জাপুর ও কালাপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থান হতে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে শ্রীমঙ্গল শহরের ব্যাটারী চালিত টমটম হতে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়সহ জমিজমা দখল, সরকারি বরাদ্দ লুটপাট ও বিভিন্ন অপকর্মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রতিবাদ করলে সাংবাদিক এম. ইদ্রিস আলীর উপর ক্ষিপ্ত হয়ে উঠেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও অপরাধ চক্রের সাথে সম্পৃক্ত কিছু গণমাধ্যমকর্মী।
অন্যদিকে শ্রীমঙ্গলের মাদক সম্রাট সাগর রবিদাসর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করে তার বসতবাড়ি থেকে তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান থানা পুলিশ।
আটককৃতরা হলেন পৌর এলাকার আরামবাগ এলাকার মৃত দশরথ রবিদাস এর ছেলে স্বপন রবিদাস (২৭) ও মেয়ে মমতা রানী দাস (২৪), এবং মৃত দশরথ রবিদাস এর স্ত্রী ময়না রবিদাস।
জব্দকৃত ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, মূল্য ৫০০/-(পাঁচশত) টাকা ও গাঁজা বিক্রয়ের নগদ ৩৫,৯৬১ (পঁয়ত্রিশ হাজার নয়শত একষট্টি) টাকা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, "'আরটিভির কথিত সাংবাদিক ভাষ্কর হোমকে আটক করা হয়েছে। তিনি একটি মামলার এজহার নামীয় আসামি।' অন্য এক অভিযানে মাদক সম্রাট সাগর রবিদাসের মা ভাই ও বোন সহ তিন জনকে আটক করে আজ সোমবার আসামিদ্বকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news