এম,এ,মান্নান,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের দক্ষিণ দিকে অবস্থিত মাজার শরিফ।এখানে শুয়ে আছেন লাখোরাজ সৈয়দ বাহারাম শাহ (রাঃ)।তিনি সত্য ধর্ম ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে জানা যায়।বাংলার আনাচে কানাচে জানা বা নাম না জানা অনেক শুফি শুয়ে আছেন যাদের অনেকের খোঁজ এখনও নেয়।তবে বলা যায় আমাদের এ পবিত্র ভূমি বাংলাদেশ অলিউল্যার দেশ।
দরগাপাড়ায় সংবাদকর্মী পৌছলে এক বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা মিলে।তার কাছে এ মাজার শরিফের কথা বললে তিনি বলেন আমার বয়স আজ প্রায় ৮৫ কিন্তু আমি ও এর গোড়াপত্তন জানি না।তবে ধারনা করা যায় এ মাজার শরিফ আজ থেকে ৩-৪ বছরের পুরনো মাজার হতে পারে।
মাজার শরিফ এ যাওয়ার জন্য রাস্তাটিও খুব সুন্দর।দরগাপাড়া গ্রামের একেবারে দক্ষিন প্বার্শে।আপনারা অন্তত এ শুফির কবর জিয়ারত করার জন্য আমন্ত্রিত।মাজারের সাইডে দুইটি দিঘী আছে।দিঘী সমন্ধে জানতে চাইলে আশেপাশের মানুষ বলেন হতে পারে মাজারের সাথেই দিঘি খনন করা হয়েছিল।
এছাড়া ও মাজারটি সুন্দর পরিবেশে অবস্থিত। আপনারা না দেখলে সেটি বুঝতে পারবেন না।মাজারটি চারিদিকে বেষ্টনী দ্বারা বেষ্টিত।বৃদ্ধ আরো বলেন মাজারে কেউ চুরি করার জন্য আসলে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।কেউ নেক নিয়ত করে কিছু মানত করলে তার আসা ও পূরন হয়।প্রায় সিন্নি বিতরন করেন আগত লোকজন।