তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইয়াবাসহ রুজিনা বেগম (২৫) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ই নভেম্বর) উপজেলার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ মোতাবেক বিগত ৫ই সেপ্টেম্বর হতে সারাদেশে মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের, পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি রেইডিংপার্টি কুলাউড়া উপজেলাধীন শরীফপুর ইউপি ইটারঘাট এলাকাস্থ অভিযান চালিয়ে আসামী রুজিনা বেগম(২৫) এর দখলীয় বসতঘর হইতে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ রুজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
আসামী মোঃ জলাল মিয়া প্রকাশ জালাল (৩১) ঘটনার সময় পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন এবং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news