মীযান মুহাম্মদ হাসান,নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানির সঙ্গে মাননীয় ধর্মউপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেনের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দৈনিক নয়া দিগন্ত সূত্রে জানা যায়, গত ০৬/১১/২৪ সচিবালয়ে ধর্ম উপদেষ্টার কক্ষে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় এতে। এ সময় ধর্ম উপদেষ্টা আলজেরিয়ার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য বিশেষ অনুরোধ করেন।
এ ছাড়াও সেদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মাদরাসাগুলোয় আরবি ভাষা সাহিত্যে পাঠদানেরও প্রস্তাব করেন। আলজেরিয়ার রাষ্ট্রদূত বাঙালি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির চালুর বিষয়ে সম্মতি জানান। রিসোর্স পার্সন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের মাদরাসা শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট যে কোনো বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
আমরা এ জাতীয় উদ্যোগ বাস্তবায়ন হলে দু দেশেরই আন্তসম্পর্ক আরও মজবুত ও টেকসই হবে বলে আশাবাদী৷ দেশের সার্বিক উন্নয়নে দেশের শিক্ষিত তরুণরা দক্ষ জনসম্পদে পরিণত হবে বলে মনে করি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news