এম,এ,মান্নান,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শালবাড়ী উচ্চ বিদ্যালয়ে আজ এইচডিভি টিকাদান ক্যম্পেইন ২০২৩ এর আওতায় ১০-১৪ বছরের সকল ছাত্রীকে টিকা দেয়া হয়।টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন জনাব মোঃ আহসান হাবিব-প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত),শালবাড়ী উচ্চ বিদ্যালয়।টিকাদান কর্মসূচীতে আারো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক-ইংরেজী,জনাব মোঃ হাসিবুর রহমান-বি,এসসি,জনাবা মোসাঃ নাদিরা বেগম,জনাব মোঃ মাসুদ রানা-অফিস সহকারী এ ছাড়া বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।
এ টিকাদান কর্মসূচী পরিচালনার জন্য সরকারী নিয়োগ প্রাপ্ত ২ জন স্বাস্থ্য সহকারী জনাবা মোসাঃ নাজমা খাতুন ও জনাবা মোসাঃ রেজবী সুলতানা।তারা দুজনে খুব আন্তরিকতার সাথে টিকা দিচ্ছেন।ছোট ছোট মেয়েদের মধ্যে যে ভীতি কাজ করছে তা সুন্দর ভাবে বুঝিয়ে টিকাদান কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।তাদের টিকা দেয়ার যে কৌশল তা বিদ্যালয়ের শিক্ষক ও অবিভাবক দেখে প্রসংশা করেছেন।
টিকাদান কর্মসূচী ২০২৩ সালে শুরু হয়ে চলছে তা চলবে যতদিন ১০-১৪ বছরের মেয়েদের টিকা দেয়া শেষ না হচ্ছে।জরায়ুর মুখে ক্যান্সার দেশে বেশী দেখা দেওয়ার কারনে বাংলাদেশ সরকার ভালো একটা উদ্যোগ গ্রহন করেছেন অবশ্যই এ কর্মসূচী সরকার প্রসংশার দাবিদার।”আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি সুন্দর জাতি উপহার দিব” এ স্লোগানের উপর ভিত্তি করে প্রতিটি মা জাতিকে এ কর্মসূচীর আওতায় আনা হয়েছে।স্বাস্থ্য সহকারী জনাবা মোসাঃ নাজমা খাতুন বলেন আমাদের এ দেশে জরায়ুর মুখে ক্যান্সার ব্যপক আকার ধারন করেছে।এমন পরিবার যাদের এ রোগ হলে টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারে না ধীরে ধীরে মূত্যুর কোলে ঢলে পড়ে।এ চিকিৎসার ব্যয়ভার অনেক বেশী এ কারনে বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন অন্ততপক্ষে জরায়ু মুখে ক্যান্সার না হয়ে যেন কোন মা মারা না যায়।এ কর্মসূচী বাংলাদেশ সরকারের একটি ভালো পদক্ষেপ বলে মনে করছি।
শালবাড়ী উচ্চ বিদ্যালয়ে ১০-১৪ বছরের ছাত্রী সংখ্যা ১৮০ নিবন্ধিত হয়েছে ১৫০ জন ছাত্রী।সংবাদকর্মী টিকাদান কর্মসূচীতে গেলে টিকাদান কর্মসূচী চলছিল।