তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
ফিনল্যান্ড প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে ৪ঠা আগস্ট সিলেটের চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা হামলার অভিযোগে আটক করা হয়েছে। বুধবার (৩০শে অক্টোবর) রাত ১১টায় তাকে আটক করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। অথচ মুন্না ঘটনার সময় দেশেই ছিলেন না। তিনি দেশে আসেন গত ২৩শে সেপ্টেম্বর।
জানা যায়, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে সেখানকার যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে করা আনিত অভিযোগ হলো গত ৪ঠা আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা নিয়ে হামলা চালিয়েছেন। অথচ গত ২৩শে সেপ্টেম্বর মুন্না ফিনল্যান্ড থেকে দেশে ফিরেন। এর আগে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছিলেন।
অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন মুন্নার পরিবার। ফিনল্যান্ড প্রবাসী ও সেখানকার বিএনপি নেতা মুন্নার পরিবার অবিলম্বে সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য; সে দীর্ঘদিন যাবত মুন্নার প্রতিবেশি মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ একেএম নজরুল ইসলামের সাথে বাসার রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছিলো। পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় জড়িয়ে গ্রেপ্তার করানো হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news