মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, স্টাফ রিপোর্টার।
লালমনিরহাট রেকর্ডীয় যাতায়াতের রাস্তা বন্ধ করায়, রাস্তা খুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট-২ কুড়িগ্রাম জাতীয় মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতপাটকীর বাসিন্দারা জানান, জাতীয় মহাসড়ক থেকে সাতপাটকী এলাকায় প্রবেশের জন্য যে রাস্তাটি বন্ধ করে দিয়ে বাফার গোডাউনের কাজ করছেন সেই রাস্তাটি রেকর্ডীয় রাস্তা।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী তাদের রাস্তা সচল রাখার দাবি জানান।
তারা জানান, রাস্তাটি বন্ধ হলে চলাচলের অসুবিধা হবে পাশাপাশি আবাদি জমির ফসল ঘরে তুলে নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়বে।
এ বিষয়ে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল বলেন, বাফার গোডাউনের জন্য অধিগ্রহণকৃত জমির মাঝখানে রাস্তাটি সিএস, এস এ, বিআরএস রেকর্ডভুক্ত। রাস্তাটি বন্ধ হলে এলাকাবাসীর চলাচলের অসুবিধা হবে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, রেকর্ডভুক্ত রাস্তা অধিগ্রহণ হয়না। এ বিষয়ে আমার জানা নেই অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, সাতপাটকী এলাকাবাসীর দাবি রেকর্ডীয় রাস্তা বন্ধ করে বাফার গোডাউন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বাফার গোডাউন কর্তৃপক্ষ।
আমাদের রাস্তার সু ব্যাবস্থা না হলে আমারা সাধারণ জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হব।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news