মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, স্টাফ রিপোর্টার
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার গোড়ল পুলিশ তদন্তকেন্দ্র কর্তৃক ৯৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিলসহ একটি রেজিষ্ট্রেশন বিহীন কালো রংয়ের পালসার মোটর সাইকেল উদ্ধার কর হয়।
লালমনিরহাট জেলা পুলিশ সুপারে মোঃ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোস্তাকিম ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ হাছানুর রহমান, মোঃ আম্মান হাচিন ও -মোঃ হেলাল উদ্দিনের বিশেষ অভিযানে গত সোমবার (২৮) এই মাদক উদ্ধার হয়।
সরেজমিন দর্শনে সাংবাদিকরা দেখেন মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলাধীন চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া হাট হতে নামুরী যাওয়ার পথে ভাংগামাল্লি নামক স্থানে নিয়োমিতো তল্লাশী অভিযান চলাকালে উত্তর দিক থেকে আসা মাদক কারবারী পুলিশ দেখে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে উপস্থিত জনতার সামনে তল্লাশী চালিয়ে মোটরসাইকেলের ট্যাংকির ভীতরে বিশেষ কায়দয় রাখা ৮০ বোতল ও সীটের নীচে রক্ষিত ১৯ বোতলসহ মোট ৯৯ বোতল ফেন্সিডিসহ পুলিশ শো আপ করেণ মোটর সাইকেলসহ জনসম্মুখে সিজার লিস্ট করে গোড়ল তদন্ত কেন্দে নিয়ে যান।
এবিষয়ে গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোঃ মোস্তাকিম ইসলাম বলেন, মাদকের বিষয়ে এসপি মহোদয়ের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে ও সমাজকে মাদক মুক্ত করতে এই অভিযান চলমান থাকবে। তিনি আরো বলেন আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা করা হবে। সেই সাথে আরো বলেন সাংবাদিকসহ সকল নাগরিকদের এরজন্য এগিয়ে আসা প্রয়োজন, তখন সাধারণ জনগণ অভিযোগ তুলে পুলিশের দিকে বলেন বিগত সরকার ৯৯৯ সেবা ব্যবস্থা চালু করেন যার সেবা সমূহ নিয়ে বিতর্কের শেষ নাই, সাধারণ জনগণ ৯৯৯ ফোন করে গুপ্ত অপরাধ ও অপরাধীগনের সন্ধান দিলে পুলিশ তাদের ফোন নাম্বার ও পরিচয় অপরাধী দের নিকট গোপন না রেখে বলে দেন এতে পরক্ষণে জামিনে এসে সকল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা এসে তাদের প্রতি জুলুম চালনা করে এটি ডাক্তার ইউনুস সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলো।
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী,।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news